মুম্বাইয়ে খোলা আকাশের নিচে অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

নয়াবার্তা ডেস্ক : মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (১৬ এপ্রিল) সরকারি উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। খোলা আকাশের নিচে চলছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রোববার মুম্বাইয়ের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই প্রবল গরমে খোলা মাঠেই চলছিল অনুষ্ঠান। দর্শকদের বসার জায়গায় কোনো ছাউনির ব্যবস্থা ছিল না। তাতেই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ।

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাথমিকভাবে মৃত্যু হয় আট জনের। পরে আরও তিনজন মারা যান। হাসপাতালে ভর্তি করা হয়েছিল অন্তত ৫০ জনকে। তাদের মধ্যে ২৪ জন এখনও চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় হাসপাতালে অসুস্থদের দেখতে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

তিনি টুইট করে বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক, যে সরকারি অনুষ্ঠান দেখতে গিয়ে মানুষগুলো প্রাণ হারালেন।’

Share