যুক্তরাষ্ট্রের ইতিহাসে আফগানিস্তানে সামরিক অভিযান ‘সবচেয়ে বড় অপমানজক’ ঘটনা : ট্রাম্প

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : আফগানিস্তানে সামরিক অভিযান চালানোকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অপমানজক ঘটনা বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ অপমান’।

গতকাল মঙ্গলবার ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আজ বুধবার সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ট্রাম্প বলেন, আমি জানতাম আফগান নিরাপত্তা বাহিনীর কেও লড়াই করবে না। তারা কেনো লড়াই করছে না? এই প্রশ্ন আমি আগেও করেছি। সেসময় বিভিন্ন লোক আমাকে বিভিন্ন ভুল তথ্য দিয়েছিলো।

তিনি আরও বলেন, আসল কথা হচ্ছে আফগান সেনারা পৃথীবির অন্যতম সর্বোচ্চ বেতন প্রাপ্ত সেনা। তারা শুধু বেতনের জন্য চাকরী করে। আর কোনোকিছুর জন্য না। এতোদিন যুক্তরাষ্ট্রের সমর্থনে তারা টিকে ছিলো। আমরা চলে আসায় তারাও অবস্থান হারালো। বলতে গেলে এতোদিন আফগান সেনাদের আমরা ঘুষ দিয়ে আসছিলাম। আফগানিস্তানে শুধু আমরা সেনাদের বেতনই দেইনি আরও অনেক কিছুই ছিলো।

Share