যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১৩৩০ জনের মৃত্যু

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটি রাত সাড়ে ৮ টায় জানায়, এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৫৪ হাজার ৮৪১ জন। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৬৪ হাজার ৯৩৭ জনে দাঁড়ালো।

বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের ও মৃতের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

এর আগে শনিবার রাতে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ২,৪৯৪ জন এবং শুক্রবার সন্ধ্যায় এ সংখ্যা ছিল ১,২৫৮ জন।

দেশটিতে বিগত প্রায় তিন সপ্তাহের মধ্যে শুক্রবারের এ সংখ্যা ছিল সর্বনিম্ন । বর্তমানে করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ ধাক্কাটি যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যাওয়ায় দেশটির সরকার ভাইরাসটি দমনে লড়াই চালিয়ে যাচ্ছে। এএফপি।

Share