যুক্তরাষ্ট্রে ৮৮ বছরের পুরনো স্বর্ণমুদ্রা ১৬০ কোটিতে বিক্রি

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ৮৮ বছরের পুরনো একটি সোনার কয়েন ১৮ দশমিক নয় মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় কয়েনটির দাম ১৬০ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৬২ টাকা। নিউ ইয়র্ক শহরের সোথবির নিলাম হাউসে নামপ্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা এটি কিনে নেন। মঙ্গলবার (৮ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা গেছে, ১৯৩৩ সালের এই কয়েনটি খোলাবাজারের জন্য তৈরি সর্বশেষ সোনার কয়েন। তখন এর মূল্য ছিল ২০ ডলার। তৈরি হলেও এটি কখনো বাজারে ছাড়া হয়নি। ডাবল ঈগলের একদিকে লিবার্টি এবং অন্যদিকে আমেরিকান ঈগলের চিত্র রয়েছে। মিসরের রাজা ফারুকের কাছে কিছুদিন এই কয়েনটি ছিল। পরে নিউ ইয়র্কে সিক্রেট সার্ভিসের এক অপারেশনে নিউ ইয়র্কে কয়েনটি জব্দ করা হয়। তবে এবার এটি নিলামে তুলেছিলেন জুতার ডিজাইনার স্টুয়ার্ট ওয়েইটজম্যান।

Share