রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে উল্টোপথে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর কনভয়ের তিন টনের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে সেনাসদস্য প্রিন্স ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনীর ট্রাকটি সাভার সেনানিবাস থেকে জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকে থাকা আরও ২১ জন সেনাসদস্য ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

Share