নয়াবার্তা ডেস্ক : রাশিয়া পাগল হয়ে যায়নি যে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। যদিও সাম্প্রতিক পরিস্থিতিতে পারমাণবিক হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে। বুধবার রুশ মানবাধিকার কাউন্সিলের সঙ্গে এ বৈঠকে এমন মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের উদ্দেশ্য যে কোনো উপায়ে নিজেদের রক্ষা করা। এ সময় পারমাণবিক হামলার ঝুঁকি বাড়ছে এমন সতর্কতা জানিয়ে পুতিন বলেন, রাশিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রকে প্রতিশোধমূলকভাবে ব্যবহারের জন্য রেখেছে, প্রথমে আক্রমণের জন্য নয়।
তিনি বলেন, আমরা পাগল হয়ে যাইনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র কী! অন্য যে কোনো পারমাণবিক দেশের তুলনায় আমাদের কাছে এই অস্ত্রগুলি আরও উন্নত এবং আধুনিক। তবে আমরা এই অস্ত্র নিয়ে ক্ষুরের মতো সারা বিশ্বে ছুটে বেড়াতে চাই না।
এ সময় ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলেও জানান পুতিন। তবে এ সময়ে অতিরিক্ত সৈন্য সংগ্রহ করার কোনো কারণ দেখছেন না রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, বিশেষ সামরিক অভিযানের সময় নিয়ে বলতে গেল অবশ্যই এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এ সময় দ্বিতীয় দফায় সৈন্য সংগ্রহ করার যৌক্তিকতা নেই বলেও জানান পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, সমাবেশের মাধ্যমে সংগৃহীত ৩ লাখ সৈন্যের দেড় লাখ ইউক্রেনে মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ৭৭ হাজার সৈন্য যুদ্ধ ক্ষেত্রে ও বাকিরা অন্যান্য প্রতিরক্ষা অঞ্চলে মোতায়েন রয়েছে। বাকি দেড় লাখ সৈন্য এখনো প্রশিক্ষণ শিবিরে রয়েছে বলে জানান পুতিন।