সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জন এবং করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৫ জন এবং করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের।

এ দিকে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করে ১২৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ৩৩.৫৯ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এসব তথ্য জানিয়েছেন।

এ দিকে দেশব্যাপী চলমান লকডাউন সাতক্ষীরায় চলছে ঢিলেঢালাভাবে। শহরের মানুষ কিছুটা লকডাউন মানলেও গ্রামের দৃশ্য একেবারেই ভিন্ন। গ্রামের মানুষ মানছে না লকডাউন। তারা হাট-বাজারে মাস্ক ছাড়াই ঘুরে বেডাচ্ছে। মানছে না স্বাস্থ্যবিধি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে আরও বেশি তৎপর হওয়ার অনুরোধ করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম।

Share