নিজস্ব বার্তা প্রতিবেদক : স্ত্রী রিদিতা রেজার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলি ইমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার ইমনের জামিন আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেছিলেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে।
প্রথম স্ত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে ২০১২ সালে বিচ্ছেদ হয় ইমনের। তাদের একমাত্র সন্তান মায়ের সঙ্গে বসবাস করে। বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর ২০১২ সালে তিথি কবির নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন তিনি। তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়।
উল্লেখ্য, ইমন বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত পরিচালক। এখন পর্যন্ত দুই শতাধিক সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।