স্বর্ণের দাম বাড়ল, ভরি ৭০ হাজার টাকার কাছে

নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম একলাফে ৫ হাজার ৮২৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৬৪ হাজার ৪২ টাকার পরিবর্তে ৬৯ হাজার ৮৬৭ টাকায় বেচাকেনা হবে।

সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা টেলিকনফারেন্সের মাধ্যমে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছেন।

নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা এবং সনাতনি ৪৭ হাজার ৬৪৭ টাকা।

তবে রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস।

দেশের বাজার সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৬৪ হাজার ৪২ টাকা, ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা এবং ১৮ ক্যারেট ৫৬ হাজার ৮০৪ টাকায় বিক্রি হয়। সনাতনি স্বর্ণ প্রতি ভরি বিক্রি হয় ৪৪ হাজার ৩১ টাকায়।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে স্বর্ণের দাম সাধারণত ভরিতে এক হাজার থেকে দেড় হাজার টাকা বাড়া-কমা হয়। কিন্তু এবার এক লাফে ৫ হাজার টাকার বেশি বাড়ল।

Share