হজ পালনে সর্বনিম্ন বয়স ১২ বছর নির্ধারণ

নয়াবার্তা ডেস্ক : হজ পালনের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। হজ পালন করতে একজন মুসলমানের সর্বনিম্ন বয়স ধরা হয়েছে ১২ বছর।

আজ মঙ্গলবার সৌদি হজ মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা পরবর্তী সময়ে হজ পালনের জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছিল। এখন আমরা পুনরায় আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছি। হজ ভিসাধারী মুসলমান ও সৌদি আরবে বৈধ বসবাসকারীরা এবার হজ পালন করতে পারবেন। যারা একবারও হজ পালন করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

হজ পালনে ইচ্ছুক মুসল্লিরা চলতি বছরের ৫ মে থেকে শুরু হওয়া ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘Absher’ এর মাধ্যমে হজ পারমিট জারি করতে পারবেন বলেও জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

কোভিড-১৯ এর বিস্তার রোধে গত দুই বছর সৌদি আরবে হজ পালনের অনুমতি পাওয়া মুসলমানদের সংখ্যা কমিয়ে ফেলে। মহামারির আগে প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালন করতেন।

Share