২৮ এপ্রিলের পর থাকবে না কঠোর বিধিনিষেধ

নিজস্ব বার্তা প্রতিবেদক : সরকারের চলমান কঠোর বিধিনিষেধ আগামী ২৮ এপ্রিলের পর থেকে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, “চলমান বিধিনিষেধ তুলে দিয়ে ধীরে-ধীরে সবকিছু খুলে দেওয়া হবে।”

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর থাকবে প্রশাসন জানিয়ে তিনি বলেন, “সবকিছু খুলে দেওয়া হলেও মাস্ক পরতে হবে। শারীরিক দূরত্ব মানতে হবে।”

প্রতিমন্ত্রী আরও জানান, বিধিনিষেধ না থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলার কিছু দিক-নির্দেশনা থাকবে। আগামী ২৮ এপ্রিল এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ২৬ জন। একই সময় নতুন করে আরো ৩ হাজার ৬২৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

Share