নিজস্ব বার্তা প্রতিবেদক : ‘নিরাপত্তা ও স্বাভাবিক চলাফেরার’ নিশ্চয়তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে চিঠি দিয়েছেন রোকেয়া হলের সাবেক এজিএস ও ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বী। সোমবার প্রক্টরের কাছে চিঠিটি দেন তিনি।
গত ২১ ডিসেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি ও শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তার হামলার শিকার হয়েছিলেন তিনি।
প্রক্টরের কাছে দেওয়া চিঠিতে তন্বী লেখেন, কোভিড পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলে তিনি বাড়িতে চলে যান। দীর্ঘদিন নিজ বাড়িতে থাকার পর ব্যক্তিগত কারণে ঢাকায় এসে ক্যাম্পাসের বঙ্গবন্ধু টাওয়ারে ওঠেন তিনি। এর মধ্যে গত ২১ ডিসেম্বর আনুমানিক রাত পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু টাওয়ারের সামনে সংগীত বিভাগের বেনজীর হোসেন নিশি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের জিয়াসমিন শান্তা তার ওপর হামলা করেন। সেখানে তাদের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফার্সি বিভাগের শিক্ষার্থী মো. শাহজালাল। এ ঘটনার পর তিনি ভীতসন্ত্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিঠিতে তিনি প্রক্টরের কাছে নিরাপত্তা চান।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তার চিঠিটি পেয়েছি। সে আমাদের থেকে কী কী ভাবে নিরাপত্তা চায়, সেটি নিয়ে আলোচনা করেছি। তাকে যোগাযোগের জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে দু’জন সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তাকে। এছাড়া গভীর রাতে একা চলাফেরা করা থেকে সাময়িকভাবে বিরত থাকতে অনুরোধ করেছি। কোনোকিছু সন্দেহজনক মনে হলে আমাদের জানাতে বলেছি।’
হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মারামারির বিষয়টি একটি ফৌজদারি ইস্যু। এ বিষয়ে সে (তন্বী) যদি কোনো আইনগত ব্যবস্থা নেয়, তাহলে আমরা তাকে সহযোগিতা দেওয়ার কথা বলেছি।’