কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজধানী কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান প্রশাসন। নিয়োগপ্রাপ্ত গভর্নরের নাম মৌলভি আবদুর রহমান মনসুর।

কাতারে থাকা তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন গভর্নরের পরিচয় হিসেবে বলা হয়েছে, তিনি শাহিকোট যুদ্ধে মৃত্যুবরণকারী মৌলভি সাইফুর রহমান মনসুরের ভাই। তাঁর বাবা মৌলভি নাসরুল্লাহ মনসুরও আফগানিস্তানে যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর মৌলভি মনসুর বলেছেন, রাজধানী কাবুলের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। যেসব দুষ্কৃতকারী বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে লুটপাট করছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

এ ছাড়া কাবুলের বাসিন্দাদের জন্য একটি সমন্বিত হটলাইন নম্বর চালুর কথা জানিয়েছে তালেবান প্রশাসন।

Share