নয়াবার্তা ডেস্ক : জিমেইল ঠিকানায় যাবেন। ই–মেইলটি যদি আগে থেকেই এ ব্রাউজারে লগইন থাকে, তাহলে নতুন করে লগইন করতে হবে না। লগইন করা না থাকলে Sign in–এ ক্লিক করে ই–মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। একটু নিচে এসে Your data & privacy options সেকশনের নিচের মেনুর More options–এ ক্লিক করুন। এরপর Delete your Google Account–এ ক্লিক করুন। এরপর লগইন সম্পন্ন হলে পরের ধাপগুলো অনুসরণ করুন। মুছে যাবে আপনার ই–মেইল অ্যাকাউন্ট।