সাতক্ষীরায় তৃতীয় পৌরসভা হলো শ্যামনগর

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তৃতীয় পৌরসভা হিসেবে শ্যামনগর পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে ৪৬.০০,০০০০,৬৪.৩১.২২৮.১৮-৭৮ নং স্মারকের এক পত্রে শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।এর আগে গত ১৯ জানুযারি বৃহষ্পতিবার এসংক্রান্ত চুড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২’ এর ৯ ধারা (১) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার জনাব মোঃ আক্তার হোসেন (আইডি নং-১৭৮৩২), উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরাকে শ্যামনগর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করল।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক শ্যামনগর পৌরসভার সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এখবর নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরায় নতুন পৌরসভা হলো শ্যামনগর। গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশে শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করল। সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক শ্যামনগর পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

এর আগে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দর বনসংলগ্ন উপজেলা সদর হেড কোয়ার্টারে ‘সি’ শ্রেণির পৌরসভার অনুমোদন দেওয়া হয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ও দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর সদরকে পৌরসভা করার লক্ষ্যে শ্যামনগর উপজেলাধীন সদর ইউনিয়ন, পার্শ্ববর্তী ভুরুলিয়া ইউনিয়নের আংশিক এবং ঈশ্বরীপুর ইউনিয়নের একটি গ্রামসহ ৩২ এলাকাকে শহর ঘোষণার অভিব্যক্তি ব্যক্ত করে ২০২০ সালের ২১ এপ্রিল গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ।

প্রকাশিত গেজেটে শহর এলাকা ঘোষণার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা গেজেট প্রকাশের এক মাসের মধ্যে লিখিতভাবে দাখিলের নির্দেশ দেওয়া হয়। গেজেটে শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা, কুলখালি, গোপালপুর, মাহমুদপুর, ইসমাইলপুর, খাগড়াদানা, নকিপুর মাজাট, হায়বাতপুর, শ্যামনগর, চন্ডিপুর, দাতপুর, পাটনীপুকুর, ফুলবাড়ী, দেবীপুর, কাশিপুর, শিবপুর, সোয়ালিয়া, চিংড়িখালি, কল্যাণপুর, যাদবপুর, ১ নম্বর ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড়, কাচড়াহাটী, নন্দিগ্রাম, সোনামুগারী, ভুরুলিয়া, দেউলদিয়া, বল্লভপুর, ব্রহ্মশাসন, কুলটুকারী, বিষ্টুপুর, হাটছালা, মঠবাড়ী গৌরীপুর এবং ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী মৌজাকে শহর ঘোষণার অভিব্যক্তি ব্যক্ত করা হয়।

এ বিষয়ে কোনো আপত্তি না থাকায় ২০২০ সালের ১৯ নভেম্বর সচিব কমিটির নিয়মিত সভায় শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন পায়।

শ্যামনগর উপজেলাটি ১৯৬৮ দশমিক ২৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট। যার মূল ভূখণ্ড ৪৮৩ দশমিক ১১ বর্গ কিলোমিটার এবং সুন্দরবন ১ হাজার ৪৮৫ দশমিক ১৩ বর্গ কিলোমিটার। প্রস্তাবিত পৌরসভার আয়তন ৫ দশমিক ৮ বর্গকিলোমিটার।

উল্লেখ্য, ‘আইলা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে ২০১০ সালের ২৩ জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগর সদরকে পৌরসভা করার ঘোষণা দেন।

Share