এখনো বোইনেরে বললে নাচতে নাচতে তিনি আমাকে মন্ত্রী বানাবেন : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমি ইচ্ছা করলে বঙ্গবন্ধুর সময় ৭২ সালে মন্ত্রী হতে পারতাম, এরশাদের সময়ে মন্ত্রী হতে পারতাম, খালেদা জিয়ার সময়ও মন্ত্রী হতে পারতাম। এখনো আমার বোইনেরে (শেখ হাসিনাকে) বললে নাচতে নাচতে তিনি আমাকে মন্ত্রী বানাবেন। কারণ আমি ভাঙা হাটে কখনো যাই না, ভাঙা হাটে সদাই করি না।’

আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমি কোথায় যেতাম, কী করতাম জানি না। অনেক মানুষ মুক্তিযুদ্ধের জন্য আমাকে অনেক বড় ভাবেন, অনেক প্রশংসা করেন। আমি বলতে পারি মুক্তিযুদ্ধে আমার কোনো ভূমিকা নাই, কোনো অবদান নাই। আমি পাকিস্তানিদের দেখে ভয় পাইনি, পালিয়ে যাইনি এটাই আমার গুণ।’

উপজেলার বহুরিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর প্রমুখ।

Share