WordPress database error: [Disk full (/tmp/#sql_37b_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `nb_postmeta`

সৌদি আরবে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের রোজায় ৩০০ কোটি রিয়াল সহায়তার নির্দেশ

নয়াবার্তা ডেস্ক : সৌদি আরবের সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী নাগরীকদের পবিত্র রমজান উপলক্ষে ৩০০ কোটি সৌদি রিয়াল সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান।

বলা হয়েছে, এর আওতায় প্রত্যেক পরিবারের কর্তাকে ১ হাজার রিয়াল এবং সদস্যদের ৫০০ রিয়াল দেওয়া হবে। খবর সৌদি গেজেটের।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০০ কোটি সৌদি রিয়ালের এই সহায়তা সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী আহমদ বিন সুলাইমান আল-রাজি এই উদার উদ্যোগের জন্য বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে পবিত্র রমজান মাসেও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। অধিকার সংগঠনের মতে, এমন ঘটনা সৌদিতে গত ১৪ বছরের মধ্যে আর ঘটেনি। রমজানের ষষ্ঠ দিনে গত ২৮ মার্চ মদিনা নগরীতে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ডটি। এদিন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ঐ নাগরিকের সাজা কার্যকর হয়েছে। তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাতের পর শরীরে আগুন ধরিয়ে হত্যা করেছিলেন।

Share