বিনোদন ডেস্ক : একটি নিখাত প্রেমের গল্প। তাতে নেই বিগ বাজেট বা বড়সড় তারকাদের ভিড়। তবে এর গল্পই সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মালয়ালম সিনেমাটির নাম ‘প্রেমালু’। ৪ কোটি টাকা বাজেটের সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। গত ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিস থেকে এ পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় ১৭৮ কোটি টাকা তুলেছে।
প্রেম ও কমেডি ঘরানার সিনেমাটির নির্মাতা গিরিশ এডি। শচীন ও রেণু নামে দুই তরুণ–তরুণীর প্রেমকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়েছে। এতে জুটি বেঁধেছেন ২৩ বছর বয়সী অভিনেতা নাসলেন কে গফুর ও ২২ বছর বয়সী অভিনেত্রী মামিথা বাইজু।
আলোচিত সিনেমাটি ১২ এপ্রিল ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর ভারতের বাইরে বাংলাদেশের দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সিনেমাভিত্তিক ফেসবুক গ্রুপগুলোতে সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা।
এ বছর মালয়ালম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর একটি এটি। সিনেমাটি নিয়ে আলোচনার মধ্যেই ‘প্রেমালু ২’ নির্মাণের ঘোষণা দিয়েছে ভাবনা স্টুডিওস। ২০২৫ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।