বিনোদন প্রতিবেদক : ছাত্র-জনতার আন্দোলনের জেরে গত দুই মাস ধরে সিনেমার-নাটকে নতুন খবর নেই। অনেক তারকাই যোগ দিয়েছিলেন ছাত্র-জনতার আন্দোলনে। সরব ভূমিকা রেখেছিলেন রাজপথে। অনেকেই ছিলেন নীরব।
আবার এই আন্দোলনের বিপক্ষেও দাঁড়িয়েছিলেন কেউ কেউ। এখন দেশ অনেকটাই শান্ত। আস্তে আস্তে সরব হচ্ছে বিনোদন মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হচ্ছেন তারকারা।
পর্দায় তাদের দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবি ও পোস্ট নিয়ে হাজির হচ্ছেন তারকারা। যেমন বিদ্যা সিনহা মিম। মিষ্টি লুকে ছবি দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ালেন মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে ৫টি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ক্যাপশনে ‘হাউ টু লেট গো’ গানের লিরিক্স শেয়ার করে মিম লিখেছেন, ‘আমি আয়নায় যাকে দেখছি তাকেই ভালোবাসি।’
ওই ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে রয়েছে সবুজ রঙের একটি স্লিভলেস গাউন। গলায় পরেছেন নিজের নাম লেখা একটি চেইন।
কমেন্টবক্সে অভিনেত্রীর রূপের প্রশংসায় মেতেছেন তার ভক্তরা। এক নেটিজেন লিখেছেন, ‘তুমি যেন রূপের সাগর, নিখুঁত সৌন্দর্যের পরম উদাহরণ।
তুমি খুব সুন্দর, তোমার ছবিগুলো দেখে পৃথিবী যে সুন্দর তা তোমার মাঝে আবিষ্কার করেছি।’
মিমের এক ভক্ত লেখেন, ‘সৃষ্টিকর্তা চাঁদের আলো দিয়ে বানিয়েছেন তোমাকে। তিনি তোমার চোখকে তারা দিয়ে তৈরি করেছেন এবং সূর্য দিয়ে উষ্ণতাকে পাগল করেছেন।’