
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ জয়ের পথে রয়েছেন।
বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোষিত ৭টি ভোটকেন্দ্রের ১৬টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ।
ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।
ভোটকেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোষিত ৬টি ভোটকেন্দ্রের ১৩টি হলের ফল ঘোষণা করা হয়েছে।
কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে শামসুন্নাহার হল, শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত জগন্নাথ হল, সলিমুল্লাহ হল ও জহুরুল হক হল, টিএসসি কেন্দ্রে অনুষ্ঠিত রোকেয়া হল, সিনেট ভবন কেন্দ্রে বিজয় একাত্তর হল, মুহসিন হল ও স্যার এ এফ রহমান হল, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল ও শেখ মুজিবুর রহমান হল এবং ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের সুফিয়া কামাল হলের ঘোষিত ফলাফলে এই চিত্র পাওয়া যাচ্ছে।
শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১২,৯৩৫ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,২২১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ২,৯৪০ ভোট।
জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৯,৫৩৮ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৪,৮৭৫ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১,৬৫২ ভোট পেয়েছেন।
মঙ্গলবার দিনভর ভোট গ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়।