কেবিন ক্রুর অন্তর্বাসে স্বর্ণবার!

নিজস্ব বার্তা প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রু কে ৩৬ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।আর্মড পুলিশের সহায়তায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সায়মা আক্তার ও ফারজানা আফরোজ নামের এই দুই মহিলা কেবিন ক্রু কে আটক করে। এ সময় সায়মার কাছ থেকে ২৬ পিস এবং ফারজানার কাছ থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই ফ্লাইটের দুই মহিলা কেবিন ক্রু কে তল্লাশিকালে তাদের অন্তর্বাসে লুকিয়ে রাখা ৩৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

Share

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋণ স্বীকার বাঞ্ছনীয় ।