নিজস্ব বার্তা প্রতিবেদক : ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সুচিকিৎসার আদেশ দিয়েছিলেন আদালত। কারা কর্তৃপক্ষ সে আদেশ পালন করছে না। এই অভিযোগ করেছে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের পরিবার। আজ রোববারও বাবার মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন শফিকুলের ছেলে মনোরম পলক।
মানববন্ধনে মনোরম পলকের সঙ্গে যোগ দেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও ।
মনোরম পলক বলেন, ‘বাবার বাম হাতটা অচল হয়ে গেছে। চোখ বাঁধা ছিল ৫৩ দিন। তিনি চোখেও দেখতে পাচ্ছেন না।’ তিনি আরও জানান, তাঁর বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছিল। আদালত সুচিকিৎসার আদেশ দিলেও কারা কর্তৃপক্ষ শোনেনি।
গত ১০ মার্চ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল কাজ সেরে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ মে দিবাগত রাতে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে পাসপোর্ট আইনে অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখানো হলেও, পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়। শফিকুলের বিরুদ্ধে সাংসদ সাইফুজ্জামান শিখরসহ যুব মহিলা লীগের দুই নেত্রী মামলা করেন।
২ মে থেকে ২২ জুন পর্যন্ত শফিকুলকে যশোর কারাগারে আটক রাখা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকায় আনা হয়।