নিজস্ব বার্তা প্রতিবেদক : ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক নিবন্ধনের অনুমতি পাওয়া এই পোর্টালগুলোকে এখন সরকারি বিধি অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।