অনির উধাও !

নয়াবার্তা প্রতিবেদক : ওটিটি প্লাটফর্ম ‘বায়স্কোপ’এ ২৮ মার্চ মুক্তি পেয়েছে মডেল-অভিনেত্রী অনিন্দিতা অনি অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘উধাও’। নির্মাতা রাকায়েত রাব্বি পরিচালিত এ সিনেমার মাধ্যমে অভিষেক হয় অনির। ‘উধাও’ মুক্তির পর বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে হনুফা চরিত্র। এছাড়া অনি কলকাতায় একটি পোয়েট্রি ফিল্মেও অভিনয় করেছেন। উৎপলের পরিচালনায় মামুনুর রশীদের বিপরীতেও একটি সিনেমার কাজ শেষ করেছেন। তার অভিনীত তিনটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। সামগ্রিক অবস্থা নিয়ে অনিন্দিতা অনি কথা বলেছেন ইত্তেফাক অনলাইনের সঙ্গে…

প্রধান চরিত্রের কারণেই কি রাকায়েত রাব্বির ‘উধাও’ কে প্রাধান্য দিয়েছেন?
: প্রধান চরিত্র বলতে, এটা একটা গল্প ভিত্তিক কাজ। রাকায়েত রাব্বি ডিরেক্টর হিসেবে খুবই আন্তরিক। সে আমাকে চিনে অনেক বছর। তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল। অনেকে এই কাজটা করতে না করেছিল। কিন্তু আমি আমার নিজের মন এবং মস্তিষ্কের কথাই শুনেছি।

শুটিং এর সময় মনে রাখার মত অভিজ্ঞতা…
: অভিজ্ঞতা বলতে, এই গল্পটি সত্য একটা ঘটনা। ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চলের গল্প। শুটিংটাও সেখানে হয়েছিল। তবে চলন্ত বাসে শুটিং করাটা চ্যালেঞ্জের ছিল এবং আজীবন মনে রাখার মত।

স্বল্পদৈর্ঘ্য হিসেবে দেশ ও দেশের বাইরে ‘উধাও’ সাড়া পেয়েছে। আর এটিই আপনার প্রথম অভিনীত সিনেমা। অনুভূতি কেমন?
: প্রথম ফিল্মে এতো সাড়া পাবো ভাবিনি। দেশের বাইরের ডিরেক্টর, কো-আর্টিস্ট, অডিয়েন্স থেকেও সাড়া পেয়েছি। তারা শুভেচ্ছা জানাচ্ছে। এটা বড় প্রাপ্তি।

অভিনয়ে আসার শুরুর গল্পটা শুনতে চাই…
: আমি তরুণ সংস্কৃতিকর্মী। সংস্কৃতিকর্মী ও সোশ্যাল ওয়ার্কার হিসেবে মানুষ আমাকে চেনে। সংস্কৃতি অঙ্গনে ছোটবেলা থেকেই। ২০১৬-তে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই একটা বিজ্ঞাপনের মাধ্যমে। লম্বা সময় বিরতি নেই। ২০২২-এ আবার বিজ্ঞাপন দিয়ে ক্যামেরার সামনে আসি। ২০১৮-তে যুক্ত হই বাচিক সংগঠন কণ্ঠশীলনের সঙ্গে। সেখান থেকে অভিনয়ের কর্মশালাতেও অংশগ্রহণ করেছিলাম।

ক্যারিয়ারের শুরুতে সবাইকেই নানা প্রতিবন্ধকতা পার করতে হয়, সে সম্পর্কে আপনার অভিমত কি?
: ক্যারিয়ার শুরু আসলে হুট করে হয় না। ভিত্তিটা মজবুত থাকতে হয়। এখানে কাজ করতে গেলে মানুষ নানা ধরনের কথা শোনাবে। সব থেকে বেশি যেটা হবে মানসিক ভাবে আক্রমণ করবে। কিন্তু অভিনয়ে আসতে হলে মনোবল রাখতে হবে। সময় সাপেক্ষ ব্যাপার এটা।

নতুন আর কোন চরিত্রে আপনাকে দর্শক পেতে পারে?
: সম্প্রতি মামুনুর রশীদ এর বিপরীতে কাজ করেছি ‘রূপা’ চলচ্চিত্রে।

দর্শকের কথা যদি বলেন?
: দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। প্রথম সিনেমাতে যেভাবে সাড়া পেয়েছি তা অবিশ্বাস্য। দর্শকরা পাশে থাকলেই নতুনভাবে নিজেকে তৈরি করতে পারি।

Share