অবশেষে ক্যাটরিনাই থাকলেন!

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : এক থা টাইগারের তৃতীয় সিক্যুয়েল টাইগার থ্রিতেও থাকছেন ক্যাটরিনা। গত বছর থেকে অবশ্য অন্য গুঞ্জনের খবরই শোনা যাচ্ছিল যে, এবারের সিক্যুয়েল থেকে বাদ পড়বেন ক্যাটরিনা। কিন্তু না! অবশেষে সালমান ক্যাটরিনা জুটিই থাকছেন।

‘এক থা টাইগার’ ছবি দিয়ে দর্শক মাতিয়েছিলেন সালমান-ক্যাটরিনা জুটি। সেই সাফল্যের অংক কষেই তাদের নিয়ে নির্মিত হয়েছিলো ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই ছবিও বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিলো। এবার আসতে চলেছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। ছবিটি তৈরি হবে যথারীতি যশরাজ ফিল্মসের ব্যানারে। তবে এবার ছবি আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই থাকছেন না। নতুন করে এ কিস্তি পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে মণীশ শর্মাকে।

আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে এই অফিশিয়ালি ছবিটির ঘোষণা দেয়া হবে। সেদিন আরও বেশ কিছু বিগ বাজেটের সিনেমার ঘোষণা আসবে।

বলিউড হাঙ্গামা’র সূত্রে জানা যায়, বাবার জন্মদিন ও প্রতিষ্ঠানের বিশেষ দিন উপলক্ষে বেশকিছু বড় ঘোষণা নিয়ে হাজির হবেন আদিত্য চোপড়া। ১৯৭০ সালে যাত্রা করা যশরাজ ফিল্মসের ৫০তম বছরে ‘টাইগার থ্রি’ দিয়ে ৫০তম ছবি হিসেবে নাম ঘোষণা করা ‘টাইগার থ্রি’র। ছবির ফাস্ট লুকও প্রকাশ পেতে পারে সেদিন।

Share