‘আনুশকা শর্মা এখনো ঘোরের মধ্যে রয়েছেন’

বিনোদন ডেস্ক : বিয়ের পর স্বামী-সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেত্রী আনুশকা শর্মাকে। যে কারণে আগের মতো প্রেক্ষাগৃহে নিয়মিত তাকে পান না ভক্তরা। তবে কম সিনেমা দিয়েও সফলতার ধারাবাহিকতা রক্ষা করে চলছেন তিনি। প্রতিটি সিনেমাই বক্স অফিসে ভালো আয়ের পাশাপাশি প্রশংসা কুড়াচ্ছে। এমন সাফল্যের মাঝেই ভক্তদের মন ভালো করা খবরে শিরোনামে এলেন আনুশকা।

৭৬তম কান উৎসবে রেড কার্পেটে হাঁটতে যাচ্ছেন তিনি। ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনিন সম্প্রতি আনুশকা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দারুণ লাগলো বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাত্ করে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।’

তবে আনুশকা শুধু রেড কার্পেটে পা রাখবেন তা নয়। জানা গেছে, এবারের আসরে সিনেমাজগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। আর সেই পুরস্কার তাদের হাতে তুলে দেবেন আনুশকা ও অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘মনে হচ্ছে ঘোরের ভেতর আছি। ক্যারিয়ারের আরেকটি সফলতা যুক্ত হতে যাচ্ছে।’

উল্লেখ্য, গত বছর কানের ৭৫তম আয়োজনে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা পাডুকোন। এছাড়া কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনেক বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। কান উৎসবের এবারের আসরটি শুরু হবে আগামী ১৬ মে এবং জমকালো আয়োজনে এটির পর্দা নামবে ২৭ মে।

Share