‘উপকেন্দ্রে আগুনে অনেক কিছু পুড়ে গেছে, তাই সময় লাগছে’

নিজস্ব জেলা প্রতিনিধি : সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নিয়ন্ত্রণাধীন গ্রিড লাইনে অগ্নিকাণ্ডে বেশি ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সময় লাগছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা।

আগুন লাগার ২৭ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ চালু করতে না পারার কারণ ব্যাখ্যা করে বুধবার বিকেলে তিনি সমকালকে বলেন, যে উপকেন্দ্রে আগুন লেগেছে ওটাই সিলেট শহরে বিদ্যুৎ সরবরাহের প্রধান ও একমাত্র সোর্স৷ ক্ষতির পরিমাণ বেশ৷ রাতে ঢাকা থেকে সরঞ্জাম ও লোক পাঠাতে হয়েছে৷ অনেক কিছু পুড়ে গেছে৷ তাই সময় লাগছে৷

প্রায় ২৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় প্রায় তিন লক্ষাধিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন৷ পিডিবি বলছে, বুধবার বিকেলের মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে৷

মঙ্গলবার সকালে সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নিয়ন্ত্রণাধীন গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের পর থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সিলেট জেলাসহ সুনামগঞ্জের বেশ কিছু এলাকা। রাত সুনামগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে সিলেট মহানগরসহ কয়েকটি উপজেলা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বুধবার দুপুরেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।

পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব ইলাহী (অতিরিক্ত দায়িত্ব) জানান, সঞ্চালন পর্যায়ে তারা প্রস্তুত বিদ্যুৎ সরবরাহের জন্য৷ এই দুর্ঘটনায় তাদের চারটি সাব স্টেশন বন্ধ হয়ে যায়৷ মঙ্গলবার বিকেলেই তিনটি সাবস্টেশন চালু হয়৷ চতুর্থটির বুধবার ভোরেই মেরামত সম্পন্ন হয়৷ কিন্তু বিতরণ পর্যায়ে এখনও বিদ্যুৎ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি৷

পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, তারা কাজ করছেন, বুধবার বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে তারা আশাবাদী৷

Share