করোনা পরীক্ষা ফি কাদের কত

নিজস্ব বার্তা প্রতিবেদক : বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরটিপিসিআর পরীক্ষার ফি পুন-নির্ধারণ করেছে সরকার।

এখন থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। সাধারণ জনগণের করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার টাকা, আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে আনলে করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা।

  • বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি দুই হাজার ৫০০ টাকা।
    সাধারণ জনগণের করোনা পরীক্ষার ফি তিন হাজার টাকা।
    বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে তিন হাজার ৫০০ টাকা।

এর আগে বেসরকারি হাসপাতালে গিয়ে নমুনা দিলে করোনা পরীক্ষার ফি দিতে হতো ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৪ হাজার ৫০০ টাকা। আর বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষায় দিতে হতো ৩ হাজার টাকা।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

Share