কলকাতায় গিয়ে বিপ্লবী হয়ে উঠছেন জয়া

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার কলকাতার বিপ্লবী এক নারীর ভূমিকায় যাবে যাবে। নির্মাতা সৌকর্য ঘোষালের ‘কালান্তর – বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ নামের নতুন এক ছবিতে এই ভূমিকায় দেখা যাবে তাকে।

কলকাতার কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। বিষয়টি নিশ্চিত হতে জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করা হল সমকালকে তিনিও ছবিটি করছেন বলে নিশ্চিত করেন।

জয়া বলেন, সৌকর্য খুবই মেধাবী নির্মাতা। এর আগেও তার নির্দেশনায় ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ অভিনয় করেছি। এবার করতে যাচ্ছি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত কালান্তরে। ছবিটির জন্য সম্প্রতি কলকাতায় এসেছে। এখন ছবিটির জন্যই যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।

বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বঙ্গভঙ্গ। ১৯০৫ সালে ব্রিটিশ শাসকদের বঙ্গভঙ্গের প্রস্তাব প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেকে। সেই উত্তাল সময় এবার সিনেমার পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল।

সিনেমার প্রেক্ষাপট নিয়ে পরিচালক বলছেন, অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর…’-এর গল্প।

নির্মাতার সঙ্গে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তার স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। গত দেড় বছর ধরে এ বিষয়ে তারা পড়াশোনা করেছেন। আগামী ১৮ ডিসেম্বর থেকে থেকে কলকাতায় শুটিং শুরুর কথা ছবিটির।

কলকাতার কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। বিষয়টি নিশ্চিত হতে জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করা হল সমকালকে তিনিও ছবিটি করছেন বলে নিশ্চিত করেন।

জয়া বলেন, সৌকর্য খুবই মেধাবী নির্মাতা। এর আগেও তার নির্দেশনায় ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ অভিনয় করেছি। এবার করতে যাচ্ছি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত কালান্তরে। ছবিটির জন্য সম্প্রতি কলকাতায় এসেছে। এখন ছবিটির জন্যই যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।

বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বঙ্গভঙ্গ। ১৯০৫ সালে ব্রিটিশ শাসকদের বঙ্গভঙ্গের প্রস্তাব প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেকে। সেই উত্তাল সময় এবার সিনেমার পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল।

সিনেমার প্রেক্ষাপট নিয়ে পরিচালক বলছেন, অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর…’-এর গল্প।

নির্মাতার সঙ্গে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তার স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। গত দেড় বছর ধরে এ বিষয়ে তারা পড়াশোনা করেছেন। আগামী ১৮ ডিসেম্বর থেকে থেকে কলকাতায় শুটিং শুরুর কথা ছবিটির।

Share