‘ক্রাইম পেট্রল’ অভিনেত্রী প্রেক্ষার আত্মহত্যা

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রেক্ষা মেহতা (২৫) আত্মহত্যা করেছেন। সোমবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। প্রেক্ষা জনপ্রিয় সিরিজ ‘ক্রাইম পেট্রল’-এ অভিনয়ের কারণে জনপ্রিয়তা লাভ করেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, করোনা ভাইরাসের কারণে ভারতে চলছে লকডাউন। এই লকডাউনে অন্য তারকাদের মতো কাজ বন্ধ প্রেক্ষা মেহতারও। ফলে ক্যারিয়ার ভাটা পড়তে থাকে তার। বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। যার ফলে নিজেক শেষ করে দিলেন। বেছে নিলেন আত্মহত্যার পথ।

প্রেক্ষা মেহতা লাল ইস্ক, মেরি দুর্গা, ক্রাইম পেট্রল-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। ধারাবাহিকগুলো জনপ্রিয়তাও এনে দেয় তাকে। এ অভিনেত্রীর মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়েই ভেঙে পড়তে দেখা যায় অন্য অভিনেতাদের। করণ কুন্দ্রা থেকে সুরভি চন্দ কিংবা দিব্যা অগরওয়াল, প্রত্যেকে অবাক হয়ে যান। প্রেক্ষার সামনে যখন গোটা জীবন পড়ে রয়েছে, সেই সময় কীভাবে মাত্র ২৫-এ তিনি নিজের জীবনশেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন বলে শোক প্রকাশ করেন করণ কুন্দ্রা। অর্জুন বিজলানিও শোক প্রকাশ করেন প্রেক্ষার মৃত্যুতে। সুরভি চন্দ বলেন, প্রেক্ষার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি।

অন্যদিকে দিব্যা অগরওয়াল বলেন, আত্মহত্যা সবকিছুর সমাধান হতে পারে না। জীবন কঠিন, তাই লড়াই করতে হবে বলেও মন্তব্য করেন দিব্যা।

এর আগে লকডাউনের ভারতের মনমীত গ্রেওয়ালও আত্মহত্যা করেন। লকডাউনের কারণে ফ্ল্যাটের ভাড়া বাকি পড়ে যায়। ফলে আত্মহত্যা করেন তিনি।

Share