নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ভারতের জনপ্রিয় মেগাসিরিয়াল ‘ক্রাইম পেট্রল’-এর অভিনেত্রী প্রেক্ষা মেহতা গত সোমবার রাতে আত্মহত্যা করেছেন। কিন্তু আত্মহত্যার আগে লিখে রেখে গেছেন সুইসাইড নোট। আর মৃত্যুর আগে নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, স্বপ্নের মৃত্যু হওয়াই সবচেয়ে খারাপ।
এনডিটিভির খবরে বলা হয়, মাত্র ২৫ বছর বয়সেই নিজের জীবন শেষ করে দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন আত্মহত্যার মতো চরম পথ। মধ্যপ্রদেশের ইন্দোরে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন ওই টেলিভিশন অভিনেত্রী। মঙ্গলবার সকালে তাঁর পরিবার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধারে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরম হতাশায় পড়ে আত্মহত্যা করেন তিনি। এ ছাড়াও প্রেক্ষা মেহতা লকডাউনের আগেই মুম্বাই থেকে বাড়িতে ফেরেন। করোনায় চলমান লকডাউনে কাজ করতে পারছিলেন না তিনি। সে কারণেই চরম হতাশায় ভুগছিলেন অভিনেত্রী।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রেক্ষা মেহতা একটি সুইসাইড নোট লিখে রেখে গেছেন। হীরা নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজীব ভাদোরিয়া পিটিআইকে বলেন, প্রাথমিক তদন্তের পর আমরা যেটুকু বুঝতে পারছি যে, তিনি হতাশায় ভুগছিলেন। আমরা এই ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছি।
তবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রেক্ষা মেহতা বলেছেন, ‘সবসে বুরা হোতা হ্যায়, স্বপ্নো কা মর জানা’ (স্বপ্নের মৃত্যু হওয়াই সবচেয়ে খারাপ বিষয়)।