নিজস্ব ডেস্ক প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে কেউ চলতি বছরের ১৫ মার্চ থেকে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে তার কাছ থেকে জরিমানা বা বাড়তি চার্জ না নেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে গত ১৫ মার্চের পর কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চলতি বছরের ৩১ মে পর্যন্ত প্রযোজ্য হবে।