নিজস্ব জেলা প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ ছেলেকে জবাই করে হত্যা করলো নিজ পিতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত। শীর্ষ সন্ত্রাসী আলতাফ বাহিনীর আলতাফের নেতৃত্বে নিজের সন্তানকে জবাইয়ের এ হত্যার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে নিহতের মা, ভাই-বোনসহ আরও চার জন।
সোমবার (১০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার দায়ে অভিযুক্ত আলতাফ হোসেন ও তার ছেলে টিপুকে গ্রেফতার করে পুলিশ। নিহত মো. জোবাইর (৩৫) আলতাফের প্রথম পক্ষের সন্তান।
আহতরা হলো, নিহতের ভাই মো. ফয়সাল (২৮) বোন জুনু বেগম (৪০) মা জান্নাত বেগম (৬০) ও ভাগ্নি শামিমা (১৬)। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা আলতাফ হোসেনের নেতৃত্বে তার ভাই ও অপর স্ত্রীর সন্তানসহ ৮-১০ মুখোশ পড়া দুর্বৃত্ত ঘুমন্ত অবস্থায় হাত-পায়ের রগ কেটে জোবাইরকে হত্যা করে। এসময় পরিবারের অন্য সদস্যদের ওপরেও বেপরোয়া হামলা চালায় হামলাকারীরা।
এক পর্যায়ে আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাম মো. জোবাইরকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে পিতার নেতৃত্বে হামলা চালিয়ে ছেলেকে খুন করা হয়।
এদিকে, এ ঘটনায় মঙ্গলবার ভোরে মহেশখালীর মৌলভীকাটা এলাকায় একটি বাড়ি থেকে হত্যার দায়ে অভিযুক্ত আলতাফ হোসেন ও তার ছেলে টিপুকে গ্রেফতার করে পুলিশ।
ওসি আব্দুল হাই জানান, পাষণ্ড পিতা আলতাফ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিহতের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।