ছাত্র রাজনীতি নয়, অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে : ভিপি নুর

নিজস্ব বার্তা প্রতিবেদক : ছাত্র রাজনীতি নয়, অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ছাত্র রাজনীতি খারাপ নয়। এই দেশের সৃষ্টি হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। তবে অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন ভিপি নুর। ‘জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল ও সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাস–নির্যাতনের বিরুদ্ধে সংহতি সমাবেশ ও গণপদযাত্রা’র আগে এই সমাবেশ করা হয়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, ‘শিক্ষাঙ্গনে ক্ষমতাসীনদের গুণ্ডামি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির স্বার্থে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।’

দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার হত্যার বিচার করতে হবে উল্লেখ তিনি বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ, যারা আবরারকে খুন করেছে, তারা আজ শোক মিছিল করেছে, এটা হাস্যকর। রাজপথ তাদের দখলে- এই ভয় দেখানোর জন্য একটি শোডাউন দিয়েছে ছাত্রলীগ।’

উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুন হন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি মারা যান। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারাদেশ। আবারের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

Share