জনতার হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁকে চড় মেরেছেন এক ব্যক্তি।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ভ্যালেন্স শহরে সফরের সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন ম্যাখোঁ।

এসময় ব্যারিকেডের বাইরে থেকে এক ব্যক্তি প্রেসিডেন্টের দিকে হাত বাড়ালে সৌজন্যতাবশত তিনি তার হাত ধরেন। এমন সময় ঐ ব্যক্তি ম্যাখোঁকে সামনের দিকে টেনে তার গালে সজোরে থাপ্পড় দেন।

নিরাপত্তারক্ষীরা সবুজ টি-শার্ট পরিহিত ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং প্রেসিডেন্টকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে যান।

ফরাসী গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনার জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানায়, প্রেসিডেন্টকে চড় মারার সময় ঐ ব্যক্তি “ম্যাখোঁর পতন হোক” বলে স্লোগান দিচ্ছিলেন। ঘটনার কিছুক্ষণ পর ফিরে এসে আবারও জনতার সাথে মতবিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট।

হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য এখনো জানান যায়নি। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে ফরাসি সামরিক বাহিনী।

Share