জলকামানের বদলে পুলিশকে লাল গোলাপের শুভেচ্ছা শিক্ষার্থীদের

নিজস্ব বার্তা প্রতিবেদক : ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দিতে পুলিশ জলকামান নিয়ে আসলে শিক্ষার্থীরা লাল গোলাপ দিয়ে পুলিশকে শুভেচ্ছা জানায়। এসময় পুলিশও ফুলের শুভেচ্ছা গ্রহণ করে থেমে যায়।

জানা গেছে, টানা দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত-সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ছাত্র-ছাত্রীরা। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ শিক্ষার্থীদের তুলে দিতে প্রস্তুতি নিতে শুরু করে। এক পর্যায়ে জলকামান নিয়ে এগিয়ে যায় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত না হয়ে পুলিশকে ঘিরে ধরে এবং উপস্থিত প্রত্যেক পুলিশ সদস্যকে একটি করে লাল গোলাপ দেয়।

পড়ে বিকেল চারটার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের চলমান পরীক্ষা আগের মতোই চলবে। কোনো তারিখ পরিবর্তন হবে না। যে তারিখ ছিল ওই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের খবর পেয়ে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের জানায়। এরপর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Share