জিম্বাবুয়েতে ২৩০ মিলিয়ন বছর আগের ডাইনোসরের জীবাশ্ম সন্ধান

নয়াবার্তা ডেস্ক : জিম্বাবুয়েতে আফ্রিকার প্রাচীনতম ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এমবিরেসরাস রাথি নামের ডাইনোসরটি ২৩০ মিলিয়ন বছর আগে বেঁচে ছিল। ডাইনোসরটির প্রায় সম্পূর্ণ কঙ্কাল দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বুলাওয়েতে একটি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। খবর বিবিসির।

বিজ্ঞানীরা বলছেন, এমবিরেসরাস রাথি এক মিটার দীর্ঘ, এর লম্বা ঘাড় ও ধারালো দাঁত ছিল এবং দুই পায়ে দৌড়াত। ডাইনোসরটি সরোপোডোমর্ফের একটি প্রজাতি, যা চার পায়ে হাঁটা সরোপডের আত্মীয়।

২০১৭ ও ২০১৯ সালে জাম্বেজি উপত্যকায় দুটি খনন অভিযানের সময় কঙ্কালটি আবিষ্কার করা হয়েছিল।

জিম্বাবুয়ের জাতীয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভের উপপরিচালক এবং খনন অভিযানে অংশ নেওয়া ডার্লিংটন মুনিকওয়া বিবিসিকে বলেছেন, ‘আমরা যখন প্রাথমিক ডাইনোসরের বিবর্তন নিয়ে কথা বলি, তখন ট্রায়াসিক যুগের জীবাশ্ম বিরল। এ আবিষ্কার প্রাথমিক ডাইনোসরের বিবর্তন ও স্থানান্তর সম্পর্কে আরও আলোকপাত করবে।’

Share