নিজস্ব ডেস্ক প্রতিবেদক : গত বছরের মার্চে আংটি বদল করেছিলেন অভিনেত্রী জেনিফার লোপেজ ও সাবেক বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজ। এবার বিয়ের বাঁধনে আবদ্ধ হতে চলেছেন তারা। এ বছরের গ্রীষ্ফ্ম মৌসুমে বিয়ে করবেন তারা।
অ্যালেক্স বর্তমানে মিডিয়া ব্যক্তিত্ব। জেনিফার লোপেজ ও অ্যালেক্স ২০০৫ সালে প্রথম সাক্ষাৎ করেছিলেন। জেনিফার লোপেজ ও তার ওই সময়ের স্বামী মার্ক অ্যান্টনি একটি বেসবল খেলায় অংশ নিতে গিয়েছিলেন। সেখানে তাদের দেখা হয়। তবে ওই সাক্ষাতের প্রায় ১৪ বছর পেরিয়ে গেছে। এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জেনিফার ও অ্যালেক্স। ৫০ বছরের লোপেজ এবং ৪৪ বছরের রড্রিগেজ শক্তিশালী জুটি। বিয়ে নিয়ে আঁটসাঁট পরিকল্পনা করছেন তারা। কোনোভাবেই যেমন-তেমন করে বিয়ে সারতে রাজি নন তারকা জুটি। শোনা যাচ্ছে, জেনিফার নাকি বলেছেন, জমকালোভাবে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে চান তিনি। ২০১৭ থেকে প্রেম করছেন তারা।