নিজস্ব বার্তা প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপি থেকে নির্বাচিত চার নেতা আজ শপথ নিয়েছেন।
আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচিত চার সাংসদ শপথ নেওয়ার পর বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সিদ্ধান্তের কথা জানান।
তারেক রহমানের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তির দাবিতে সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ, রাজপথের সংগ্রাম যুগপৎভাবে চালিয়ে যাওয়াকে যুক্তিযুক্ত মনে করছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছেন—এমন খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সময় হলেই তা জানতে পারবেন।’
বিএনপি থেকে নির্বাচিত চারজন সাংসদ আজ শপথ নিয়েছেন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। তাঁরা আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান। এর আগে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ২৫ এপ্রিল শপথ নেন। এখন বিএনপি থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শুধু শপথ নেওয়া থেকে বিরত রয়েছেন।
৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকেই বিএনপির সিদ্ধান্ত ছিল শপথ না নেওয়ার।