দেশে এক ডোজের করোনা টিকার অনুমোদন

নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে জনসন অ্যান্ড জনসনের টিকা। এটিই দেশে অনুমোদন পাওয়া এক ডোজের প্রথম কোনো ভ্যাকসিন।

মঙ্গলবার (১৫ জুন) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেলজিয়ান অঙ্গ-প্রতিষ্ঠান জ্যানসেন ফার্মাসিউটিক্যালস এটি তৈরি করেছে। এই টিকার সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাকসিনটি ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য।

জনসনের টিকা ৭৮ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। জনসন অ্যান্ড জনসন টিকার সুবিধা হলো এটা সিঙ্গেল ডোজ। অর্থাৎ এই টিকার একটি ডোজই যথেষ্ট। দেশে অনুমোদিত করোনার বাকি টিকাগুলো দুই ডোজের। বাংলাদেশে এই টিকার স্থানীয় এজেন্ট হিসেবে থাকছে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ।

Share