নয়াবার্তা প্রতিবেদক : রাজধানীর মুগদা নগর মাতৃসদন কেন্দ্রে করোনার টিকা নিতে আসা মানুষের ভিড়। ছবি- ফোকাস বাংলা
রাজধানীর মুগদা নগর মাতৃসদন কেন্দ্রে করোনার টিকা নিতে আসা মানুষের ভিড়। ছবি- ফোকাস বাংলা
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৪ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩০ টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।