নিজস্ব বার্তা প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, মানুষ বাসায় বসে চিকিৎসা পান বলেই হাসপাতালে রোগীর সংখ্যা কম।
শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ভ্যাকসিনের প্রয়োজন হবে কী না জানি না, করোনা এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে। আমরা আনন্দিত, দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে। তিনি বলেন, মানুষ এখন বাসায় বসেই চিকিৎসা পায় তাই তাদের হাসপাতালে আসতে হয় না, এ জন্য হাসপাতালে রোগী কম।
যদিও স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতেই জানানো হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন।