নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনা প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণকাজ। আজ সোমবার বসানো হয়েছে সেতুর ২৯তম স্প্যান। বেলা পৌনে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রান্তে ১৯ ও ২০ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার অংশ দৃশ্যমান হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘করোনার কারণে সেতুর কাজ কিছুটা ধীরে হচ্ছে। বেশ কিছু প্রকৌশলী বিদেশে আটকা পড়েছেন। শ্রমিকও কিছু কম আছে। তবে আমরা চেষ্টা করছি নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ করতে।’
প্রকল্প–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ৪২টি স্প্যানের মধ্যে ২৯টি বসেছে। আর মাত্র ১২টি স্প্যান স্থাপন বাকি।
অন্যদিকে ২৯টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে স্থাপন করা হয়েছে ১০টি। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ১৮টি স্প্যান স্থাপন করা হয়েছে। নদীর মধ্যবর্তী স্থানে একটি স্প্যান স্থাপন করা হয়েছে।
অবশিষ্ট ১২টি স্প্যানের মধ্যে মাওয়ায় আরও ১০টি স্প্যান বসবে। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২টি স্প্যান স্থাপন করা হবে।
প্রকল্পের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জাজিরায় ২৫ ও ২৬ এবং ২৬ ও ২৭ নম্বর পিয়ারের ওপর দুটি স্প্যান জুন মাসের মধ্যেই স্থাপন করতে চাইছে। কারণ, বর্ষার সময় জাজিরায় পলি জমে যায়। এতে কাজের ব্যাঘাত ঘটে। এরপর মাওয়ায় এসে বাকি কাজ শেষ করা হবে।