প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় রোগীকে মারধরের অভিযোগ

নয়াবার্তা প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্র) ছবি তুলতে না দেওয়ায় এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে। মারধরের শিকার হওয়া ওই রোগীর নাম আনিসুর রহমান। পরে বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

শনিবার (৮ জুন) দুপুরে হাসপাতালের আউট ডোরে মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

আনিসুর রহমানের অভিযোগ, দুপুরের দিকে বিএসএমএমইউয়ের আউটডোরের মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসেন তিনি। ডাক্তার দেখিয়ে বের হওয়ার সময় প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্র) ছবি তোলার জন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাকে ঘিরে ধরেন। এ সময় তিনি ছবি তুলতে না দেওয়ায় ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালান। সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের সামনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

চিঠিতে ভুক্তভোগী আনিসুর রহমান জানান, মারধরের কারণে তিনি খুবই অসুস্থ বোধ করছেন, তার পুরো শরীর ব্যথা করছে। তার চিকিৎসা দরকার। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Share