বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগেই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বিরুদ্ধে শিল্পীদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনেন প্রতিষ্ঠানটির ছবি ‘বুবুজান’–এর নায়িকা সালওয়া। সেই স্ট্যাটাসের সূত্র ধরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে একাধিক খবরও প্রকাশিত হয়েছে। সালওয়ার পর এবার শাপলা মিডিয়ার বিরুদ্ধে একই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের শুভশ্রী কর। প্রতিষ্ঠানটির ‘বিক্ষোভ’ ছবিতে ‘বালুখেকো’ চেয়ারম্যান খ্যাত প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খানের নায়িকা হিসেবে কাজ করেছিলেন তিনি। গত ১০ জুলাই ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ছবির নায়িকা হওয়া সত্ত্বেও মুক্তির আগে প্রিমিয়ার শো উপলক্ষে সংবাদ সম্মেলনে ডাকা হয়নি তাঁকে। শুধু তা-ই নয়, পোস্টার, বিলবোর্ডে সেভাবে গুরুত্ব না পাওয়ার অভিযোগও করেন শুভশ্রী।
সে সময় পারিশ্রমিক নিয়ে মুখ খুলতে না চাইলেও মঙ্গলবার খোলাখুলি কথা বলেছেন শুভশ্রী। কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে তিনি জানান, চুক্তির সময় মাত্র ২০ হাজার টাকা দেওয়া হয়েছে তাঁকে। এরপর প্রায় দুই বছর পার হয়েছে। সিনেমাও মুক্তি পেয়েছে। বাকি পারিশ্রমিক আজও বুঝে পাননি। তিনি বলেন, ‘ছবির মুক্তির আগে বাকি পারিশ্রমিক চেয়েছিলাম। জুলাই মাসে দেবেন বলেছিলেন। কিন্তু আজও দেননি। ছবিটির নির্বাহী প্রযোজক কলকাতার অরিন্দম দাসের মাধ্যমে ছবিটিতে যুক্ত হই আমি। তাঁকেও বিষয়টি জানিয়েছিলাম। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এ ছাড়া ছবির মূল প্রযোজকের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। তাঁরা আশ্বাস দিলেও এখনো পারিশ্রমিক পরিশোধ করেননি।’
শুভশ্রী জানালেন, বিষয়টি নিয়ে কলকাতার আর্টিস্ট ফোরামের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করতে পারেন তিনি। শুভশ্রী বলেন, ‘জুলাইয়ে পারিশ্রমিক পরিশোধের কথা বলে এখনো বিষয়টি সুরাহা করছেন না। আরও কয়েকটি দিন দেখি। সমাধান না হলে কলকাতায় অভিনয়শিল্পীদের সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’ বরাবর লিখিত অভিযোগ দেব।’
শুভশ্রীর অভিযোগ নিয়ে অরিন্দম দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের দুজনের কথা হয়েছে।’ ছবির মূল প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
প্রযোজককে না পেয়ে ‘বিক্ষোভ’ ছবির পরিচালক শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পারিশ্রমিকের বিষয়টি প্রযোজক ভালো বলতে পারবেন। কারণ, এ বিষয়টি আমি ডিল করিনি। আমার সঙ্গে প্রযোজকের প্রায় আড়াই মাস দেখাই হয়নি। তা ছাড়া আপনারা তো জানেন, বেশ কিছুদিন ধরে প্রযোজকের সমস্যা যাচ্ছে। সমস্যা কেটে গেল হয়তো বিষয়টির সমাধান হয়ে যাবে।’
‘বিক্ষোভ’ ছবিতে আরও অভিনয় করেছেন শ্রাবন্তী, রাহুল দেব, রজতভ দত্ত রনি, বাংলাদেশের সাদেক বাচ্চু, সাবেরী আলম প্রমুখ।