ভালোবাসার দিনে অস্ট্রেলিয়ার ৬০ বছর বয়সী প্রধানমন্ত্রীর বাগদানের ঘোষণা

বিবিসি : ভালোবাসা দিবসে চার বছরের প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ৬০ বছর বয়সী প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সেলফি শেয়ার করে বাগদানের খবর দিয়ে প্রধানমন্ত্রী আলবানিজ লিখেছেন: “সে হ্যাঁ বলেছে।”

প্রধানমন্ত্রীর সরকারি ক্যানবেরার বাসভবন লজে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে জোডি হেডেনকে প্রপোজ করেন আলবানিজ।

বিবিসি জানায়, ৪৫ বছর বয়সী হেডনের সঙ্গে ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৬০ বছর বয়সী আলবানিজের দেখা হয়েছিল।

প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় আলবানিজই বাগদান করা প্রথম অস্ট্রেলীয় নেতা।নিজেদের বাগদান নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন এই জুটি।

বিবৃতিতে তারা বলেছেন, “খবরটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। বাকি জীবনটা আমরা একসঙ্গে কাটিয়ে দেওয়ার আশা করছি। আমরা অনেক ভাগ্যবান যে একে অপরকে খুঁজে পেয়েছি।”

এই যুগলকে শুভেচ্ছা জানানোদের মধ্যে আছেন- নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লুক্সন এবং নামকরা টিভি শেফ নাইজেলা লসন।

তাছাড়া, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং শুভেচ্ছা জানিয়ে সামাজিক প্ল্যাটফর্মে লিখেছেন, “ভালোবাসা একটি সুন্দর বিষয়। আমি আপনাদের দুজনের জন্যই খুব খুশি।”

অ্যালবানিজের আগে বিয়ে হয়েছিল। তার সাবেক স্ত্রী কারমেল টেবুট নিউ সাউথ ওয়েলসের সাবেক উপপ্রধানমন্ত্রী। ১৯ বছরের বিবাহিত জীবনে তাদের ২৩ বছরের একটি ছেলেও আছে। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

Share