নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের মা নাউজিয়া ইসলাম রাসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মঙ্গলবার দুপুর ২টায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনেতা ও মৌয়ের স্বামী জাহিদ হাসান।
জাহিদ হাসান বলেন, আমার শাশুড়ি মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবার কাছে তার জন্য দোয়া চাই।
গুলশান সোসাইটি মসজিদে নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
২০১৭ সালের ২৯ ডিসেম্বর মৌয়ের বড় বোন শেগুফতা ইসলাম মিথি মৃত্যুবরণ করেন। এর তিন বছরের মাথায় মঙ্গলবার মাকে হারালেন মৌ।