মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও বিজয়ের আনন্দে সৃষ্টি সুজেয় শ্যামের দুটি গান

নিজস্ব বার্তা প্রতিবেদক : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে পাকিস্তানিদের আত্মসমর্পণের কথা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে ঘোষণা করেন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম।

এর পরপরই অজিত রায়ের নেতৃত্বে সমবেত কণ্ঠে রেডিওতে বেজে ওঠে, ‘বিজয় নিশান উড়ছে ঐ/ খুশির হাওয়া ঐ উড়ছে/ বাংলার ঘরে ঘরে/ মুক্তির আলো ঐ ঝরছে’- বিজয়ের পরক্ষণেই রচিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত শেষ গান ছিল এটি।গানটির সুরস্রষ্টা সুজেয় শ্যাম। গীতিকবি শহীদুল ইসলাম।

গানটিতে লিড ভোকাল দেন অজিত রায়। তাঁর সঙ্গে সমবেত কণ্ঠ দেন- রথীন্দ্রনাথ রায়, প্রবাল চৌধুরী, তিমির নন্দী, রফিকুল আলম, মান্না হক, মৃণাল কান্তি দাস, অনুপ ভট্টাচার্য, তপন মাহমুদ, কল্যাণী ঘোষ, উমা খান, রূপা ফরহাদ, মালা প্রমুখ।

সুজেয় শ্যামের সুরে মুক্তিযোদ্ধাদের প্রেরণামূলক আরেকটি বিখ্যাত গান ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’। গানটির গীতিকবি আবুল কাশেম সন্দীপ। সমবেত কণ্ঠে গানটি গেয়েছিলেন- রথীন্দ্রনাথ রায়, প্রবাল চৌধুরী, তিমির নন্দী, রফিকুল আলম, মৃণাল কান্তি দাস, অনুপ ভট্টাচার্য, তপন মাহমুদ, কল্যাণী ঘোষ, উমা খান প্রমুখ। যুদ্ধচলাকালীন সময়ে এটি ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার গান।

Share