মেঘলা মুক্তার নতুন ছবি, এবং…

বিনোদন রিপোর্ট : সাইফুল ইসলাম মান্নু’র ‘পায়ের ছাপ’-এ প্রশংসিত হওয়ার পর অভিনেত্রী মেঘলা মুক্তা এবারে আসছেন কাঠগোলাপ ছবি নিয়ে। সাজ্জাদ খানের পরিচালনায় ‘কাঠগোলাপ’ ছবিটির কাজ প্রায় শেষের দিকে। ছবিটি নিয়ে মেঘলা বলেন, ‘সাজ্জাদ ভাইয়ের নির্মাণ ঢঙ একেবারেই আলাদা। ছবিটি প্রকাশের পর দারুণ এক আলোচনার জায়গা তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস।’

এদিকে ব্যক্তিগতভাবে নানা মন খারাপের ভেতরেই থাকতে হচ্ছে। কারণ মা হাসপাতালে। মেঘলার মায়ের চিকিৎসায় তার সেবাতেই দৌড়াদৌড়ি করছেন। মেঘলা বলেন, ‘সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সন্তান হিসেবে এ তো আমার পরম দায়িত্ব। তাই হতে কিছু কাজ থাকা সত্ত্বেও সেগুলো খানিকটা পিছিয়ে দিয়েছি। তবে শিগগিরই কাজগুলো শুরু করবো।’

উল্লেখ্য, মেঘলা মুক্তা তার ক্যারিয়ার শুরু করেন তেলেগু ছবি দিয়ে। ছবিটি দারুণ আলোচিতও হন। কিন্তু এরপর কোভিডের কারণে দেশে ফিরলে খানিক বিরতি হয়। মেঘলা বলেন, ‘ওপারের বেশ কিছু ছবি নিয়ে কথা চলছে। সেগুলো খুব শিগগিরই শুরু করবো। ভিসা ও কাগজপত্রের জটিলতা সামলে কাজগুলো শুরু করতে চাই।’

বর্তমান ওটিটি ইন্ডাস্ট্রিতে বেশ ক’জন নির্মাতার কাজ আলোচিত হচ্ছে। এ প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘ভালো গল্পের ছবি করতে চাই। নিজেকে দেশ-বিদেশে প্রমাণ করেছি। এখন একটি ভালো প্রডাকশন টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা নিতে চাই। আমার কাছে ওটিটি বা ফিল্ম আলাদা কিছু নয়। ভালো গল্পের কাজ করাটাই মুখ্য। এই ইন্ডাস্ট্রিতে আমার যতটুকুই কাজ হয়েছে তা বিভিন্ন বিশিষ্টজন দেখে প্রশংসা করেছেন। নিজের ইমেজের জায়গাটুকু তাই ধরে রাখতে চাই। কাজটাকে ভালোবেসেই এই ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করি। তাই আমার যে কোনো নতুন কাজে দর্শকেরা হতাশ হবেন না, এটুকু নিশ্চয়তা দেওয়া একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব।’

Share