যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ গুপ্তচর হারাচ্ছে

নয়াবার্তা প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করা গুপ্তচরদের ‘টার্গেট’ করছে একাধিক দেশ। কখনও তাদের আটক করা হচ্ছে, কখনও খুন করা হচ্ছে। আবার কখনও তাদেরকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই চর হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

ওই রিপোর্টে দাবি করা হয়, গত কয়েক বছর ধরেই এই ধরনের প্রবণতা চলছে রাশিয়া, চীন, ইরান এবং পাকিস্তানে। যুক্তরাষ্ট্রের কাউন্টার ইন্টেলিজেন্স এ বিষয়ে সিআইএকে সতর্ক করে বলেছে, যেভাবে কিছু দেশে সিআইএ’র গুপ্তচরদের টার্গেট করা হচ্ছে তাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বড় ধরনের সমস্যায় পড়তে পারে।

রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক ক্ষেত্রে এসব গুপ্তচরদের পালটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগানোর প্রক্রিয়াও শুরু হয়েছে রাশিয়া, চীন, ইরান এবং পাকিস্তানে। ‘ডাবল এজেন্ট’ হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে তাদের। এটা যুক্তরাষ্ট্রের গুপ্তচরপ্তৃত্তির ক্ষেত্রে ভয়ানক প্রভাব ফেলতে শুরু করেছে।

Share